মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে নরসিংদী পৌরসভা হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানীত উপদেষ্টা ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু মাখন দাস।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোতালিব হোসেন

আলোচনা আরও বক্তব্য রাখেন নরসিংদী জেল রিপোর্টার্স ক্লাবের সমন্বয়ক মকবুল হোসেন, বিশ্বনাথ পাল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি মনিরুজ্জামান, টুটুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন ও এম ওবায়েদুল কবিরসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য, নরসিংদী সদর, বেলাব, রায়পুরা, মনোহরদী, পলাশ ও শিবপুর থেকে আগত নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের শতাধিক সদস্য ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবসহ সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক (নরসিংদী সদর) শফিউদ্দিন খন্দকার।
পরে ইফতার শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD