নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার একটি র্যালি বের করা হয়। র্যালিটি চিনিসপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, সাধারন সম্পাদক ওসমান মোল্লা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, অন্য কোন দলের নেতাকর্মীকে দলে ভেড়ানো যাবে না। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।