নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৬ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য ও সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ বলেন চলমান পরিস্থিতিতে অনেক প্রতিকূলতার মধ্যেও চেয়ারম্যান সাহেব ইউনিয়নের সাধারণ জনগণের সেবা দিয়ে আসছেন।