নিজস্ব প্রতিবেদক :
ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গনে ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলার অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম-২০ সহ সভাপতি আবু সুফিয়ান,যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও নরসিংদী জেলা ছাত্রদলের সমন্বয়ে নরসিংদী সরকারী কলেজে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা ছাত্রদলের পক্ষ নেতৃত্ব দেন সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, সজীব ভূঁইয়া প্রমুখ
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নরসিংদী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন করা এবং ছাত্রদলকে আরও শক্তিশালী করা। কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। নরসিংদী সরকারি কলেজে ফরম বিতরণ ও কর্মী সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। নরসিংদী সরকারি কলেজের সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীরা ফরম সংগ্রহ করেন । এবং একাধিক ছাত্রী যে ফরম সংগ্রহ করেন ।