মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ
নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন

নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী চূড়ান্ত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় এন.কে.এম. হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজ দল। তৃতীয় স্থান অধিকার করেছে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ দল।
জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযেগিতার চূড়ান্ত পর্ব বুধবার(২৬ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বই মেলা মঞ্চে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর সহকারী পরিচালক মশিউর রহমান।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মনজিল এ মিল্লাত ও পারভীন বেগম।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উপস্থিত সকল সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। বিচারক হিসেবে ছিলেন প্রভাষক এ এস এম শাহিদুল হাসান,প্রভাষক মঈনুল ইসলাম মিরু ও কলামিস্ট সরকার সগীর আহমেদ।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে মাধ্যমিক পর্যায়ের মোট ১২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা হয়।
বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় তিনটি ছিলোঃ-
১. দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মূখ্য ভূমিকা পালন করে।২. আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ। ৩. মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD