শাখাওয়াত হোসেন প্রধানঃ
২৬শে নভেম্বর আসন্ন মাধবদী পৌরসভা নির্বাচন উপলক্ষে মাধবদী পৌরসভার ৯ নং ওয়ার্ড এর মেন্ডাতলা এলাকায় এক বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব সফি উদ্দীন আহমেদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন কমিশনার, মাধবদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব উচিত মোঃ আনোয়ার হোসেন, মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ,। সভায় মাধবী পৌরসভার সাবেক কমিশনার মোঃ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা, মাধবদী থানা, মাধবদী পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।