সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
মাধবদীতে প্রতিবন্ধীর সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ

মাধবদীতে প্রতিবন্ধীর সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ

কাউছার মিয়াঃ নরসিংদী জেলা মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের বালুচর আট পাইকায় গরীব অসহায় প্রতিবন্ধী তানবীর (১৮) এর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে মৃত আব্দুল বারীর ছেলে সেলিম প্রধান ও মৃত জিন্নাত আলীর ছেলে বাতেন। জানাযায়, অসহায় শারীরিক প্রতিবন্ধী তানবীরের মা শেফালী বেগমকে তার পিতা আবু সহিদ ৩ শতাংশ পৈতৃক সম্পত্তি লিখে দেয় এবং বসবাস করার জন্য ঘর নির্মাণ করে দেয়।শেফালী বেগমের স্বামী মারা যাওয়ায় পিতার দেওয়া ঘরে ভিক্ষাবৃত্তি করে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনরকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। শেফালী বেগমের অসহায়ত্বের সুযোগে প্রতিবেশি সেলিম প্রধান ও আব্দুল বাতেন তার জায়গার কিছু অংশ দখল করে এবং শেফালী বেগমের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা টুকু বন্ধ করে দেয়। অসহায় শেফালী বেগম গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার হুসাইন এর কাছে নালিশ করে।মুফতি কাউসার ও এলাকাবাসী সরেজমিনে এসে দেখে রাস্তার উপর দেওয়া দেয়াল ভেঙে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম প্রধান শেফালী বেগমকে সহ তার ভাই বোনের নামে গত ৪/৯/২০২৩ তারিখে নরসিংদীর আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে এবং বাতেন এর স্ত্রী হাকীবা বেগম মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার হুসাইন সহ এলাকার গন্যমান কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে।এতে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার হুসাইন বলেন, এমপি মহোদয় প্রতিবন্ধীর বাড়িতে যাওয়ার জন্য ৬ ফুট রাস্তা করে দেয়। চক্রান্ত কারীরা রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে এবং যেটুকু রাস্তা ছিল তাও দেয়াল দিয়ে বন্ধ করে দেয়। তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে দেয়াল ভেঙে দেয়।আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় আমি এর নিন্দা জানাই। জমি দাতা আবু সহিদ বলেন,আমি আমার দুই মেয়েকে ৬ শতাংশ জমি লিখে দিয়ে প্রতিবন্ধী নাতী কে একটি ঘর নির্মাণ করে দেই।আমার জায়গার সামনে সেলিম প্রধান ও আঃ বাতেন ৪ শতাংশ জায়গা ক্রয় করে। লোভীরা আমার নাতীর সম্পত্তির প্রায় ২ শতাংশ দখল করে এবং বাকী জায়গা আত্মসাৎ করার জন্য ময়লা আবর্জনা ফেলে রাখে।বাড়ি থেকে বের হাওয়ার রাস্তা টুকু বন্ধ করে দেয়। অনেক বার চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্যরা দরবার শালিশে বসলে তারা উপস্থিত হয় না।এলাকাবাসী দেয়াল ভেঙে ফেলায় চেয়ারম্যান সহ আমাদের নামে মিথ্যা মামলা দেয়। এ বিষয়ে মামলায় উল্লেখিত নাম্বারে ফোন দিলে অন্য একজন ফোন রিসিভ করে। তার কাছে জানতে চাইলে সে বলে আমি হাকিমার প্রতিবেশি আপনি যত নিউজ করতে পারেন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD