বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
রায়পুরা উপজেলায় জয়িতা অন্বেষণে সম্মাননা প্রদান নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর রায়পুরায় আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ১০ জন আহত নরসিংদীতে ’চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ফোরাম কমিটি গঠন শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক নরসিংদীতে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শিবপুরে পাঠান ফিলিং স্টেশনকে জরিমানা
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ

শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : শিবপুরে ছোটাবন্দ গ্রামে জমি সংক্রান্ত বিরুধ নিয়ে মৃত আব্দুস সালাম মোল্লার পুত্র রাসেল মোল্লার সাথে একই গ্রামের মৃত শাহ আলম মোল্লার পুত্র জুয়েল রানার একাধিক অভিযোগ রয়েছে ।সম্প্রতি রাসেল মোল্লা অভিযোগ করেছে   যে জুয়েল রানা তার জমি অবৈধভাবে দখল করে রেখেছে এবং তার পরিবারকে নির্যাতনের শিকার করছে।   রাসেল মোল্লার দাবি অনুযায়ী, তার ভাতিজা জুয়েল রানা সম্পূর্ণ অবৈধভাবে তার জমি দখল করে নিয়েছে এবং তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে অত্যাচার করে যাচ্ছে।  অভিযোগের ভিত্তিতে জানা যায়, জুয়েল রানা প্রভাব খাটিয়ে রাসেলের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। এছাড়া, রাসেল মোল্লার পরিবারকে নানান ভাবে নির্যাতন ও হুমকির মুখে রাখা হচ্ছে। স্থানীয়রা বলছেন, এই জমির মালিকানা নিয়ে পূর্ব থেকেই রাসেল ও জুয়েলের মধ্যে মনোমালিন্য চলছিল, যা এখন তীব্র আকার ধারণ করেছে। গ্রামবাসীদের মতে, উভয় পক্ষের মধ্যে মতবিরোধ মেটানোর জন্য কিছুবার সালিশী বৈঠকও হয়েছে, কিন্তু তা কোনো ফলপ্রসূ সমাধান আনতে পারেনি। স্থানীয় প্রশাসনের কাছে ভুক্তভোগী রাসেল মোল্লা তার পরিবারের নিরাপত্তা এবং জমির সঠিক মালিকানা নিশ্চিত করার জন্য আবেদন করেছেন।  এই ধরনের জমি দখল ও নির্যাতনের ঘটনা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বাধা সৃষ্টি করে। এলাকা বাসী জানায় রাসেল মোল্লা এবং তার পরিবারের ওপর যে অন্যায় হচ্ছে, তা দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD