নিজস্ব প্রতিবেদক :
শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন এর আয়োজনে শিবপুর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ বুধবার যোশর কাচারি মাঠে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রতিনিধি মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক জিএস মাহবুব খান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বাঘাব ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রশিদ মাষ্টারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।