নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমআ থানা প্রাঙ্গণে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর বাস্তবায়নে এবং শিবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কাউছার খান এর অর্থায়নে এই ব্যারাক নির্মাণ করা হবে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুর রহিম, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার, পৌর সভার আমীর মাওলানা আবদুল রহমান প্রমুখ।