নিজস্ব প্রতিবেদক:৬ সেপ্টেম্বর,শনিবার গভীর রাতে শিবপুর মডেল থানাধীন উত্তর সাধারচর এলাকায় গরু চু/রির ঘটনা ঘটে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় মামলা রুজু হওয়ার পর নরসিংদী জেলা পুলিশের একাধীক টিম অভিযান পরিচালনা করে ২২ সেপ্টেম্বর,সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকা হতে ৪ জন আন্ত:জেলা গরু চো/র চ/ক্রের সদস্যকে গ্রে/ফতার করা হয়। গ্রে/ফতারকৃত ৪ জনই গরু চু/রির কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফ/তারকৃত আ/সামীরা হলেন, মোঃ রাসেল (৩০), পিতা-মৃত ফিরোজ মিয়া, সাং-চিনিশপুর, (ভাসমান),মোঃ লিটন মিয়া (২২), পিতা-জমসের আলী, সাং-ডৌকাদি ক্লাবঘর,মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা-হাফিজ উদ্দিন, সাং-ডৌকাদি ক্লাবঘর,মাধবদী,মোঃ সুমন মিয়া (২৬), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-ঝরণা বেগম,পূর্ব মুনসেফেরচর, শিবপুর,অভিযান চলবে,অপ/রাধ ও অপ/রাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।