নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শেখেরচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুট পাটের খবর পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে । শেখেরচর গ্রামের মৃত খোকন মিয়ার কন্যা ফাতেমা আক্তার এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্রে জানা যায় জমি সংক্রান্ত বিরুধ নিয়ে গত ১০ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র ওমর ফারুক বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ফাতেমা এ সময় বাধা দিতে গেলে এলোপাতাড়ি ভাবে মারপিট দিয়ে নিলা ফোলা জখম করে। ফাতেমার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরিবারের অন্যান্য সদস্যরা ফাতেমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদের উপরও সন্ত্রাসীরা হামলা করে। এ বিষয়ে ফাতেমা জানায় প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিন চলে আসছিল। ঘটনার দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি দরবার হয়। এলাকা গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত উপেক্ষা করে ওমর ফারুক বাবু এ হামলা চালায়। এ বিষয়ে এলাকায় উত্তপ্ত বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।