নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূঁইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৩ ডিসেম্বর বুধবার দক্ষিণ পুরান পাড়া আলিমুল কুরআন মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌহিদ উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মাহবুব ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক চৌধুরী স্বনির্ভর বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শিবলী আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন মানিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাসুম মৃধা, চিনিশপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লীগণ। এতিমখানার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিল। অনুষ্ঠিত দোয়া মাহফিলে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়। বিশেষ মোনাজাতের পর সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।