নিজস্ব প্রতিনিধি : শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে নরসিংদীর দুই উপজেলা মনোহরদী ও বেলাব উপজেলা পরিষদের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। প্রিজাইডিং অফিসার কর্তৃক কেন্দ্রে কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিদের ফলাফল ঘোষণার পর দুই উপজেলায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসাররা। পরে রাতে এ ফলাফল একিভূত করে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুশফিকুর রহমান। ১০০ কেন্দ্রের ঘোষিত এ ফলাফলে মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ (স্বপন)। তিনি আনারস প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: তৌহিদ সরকার। তিনি মাইক প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ১৬৮ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শাহনাজ পারভীন। তিনি হাঁস প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৩৭১ ভোট। অপরদিকে ৬৩ কেন্দ্রে ঘোষিত ফলাফলে বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন। তিনি মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ২০৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: হুমায়ুন কবির। তিনি চশমা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৮৮৮ ভোট। এছাড়া মহিলাভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজমুন্নাহার আমিনা। তিনি হাঁস প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৫৬৩ ভোট। উল্লেখ্য, মনোহরদীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবংমহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্ধিতা করেন।