শিবপুর প্রতিনিধি :
দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নরসিংদীর শিবপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার এবং শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন মামুন
শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম মোল্লা, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব, আপেল মাহমুদ সুমন মুন্সি সহ মিছিলটি শিবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণার উৎস। তার সুস্থতা ও স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।”
বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার বলেন, “বেগম খালেদা জিয়ার আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই উদ্দীপনা আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে।”
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন এবং তার সুস্থতা কামনা করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।