মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আওয়ামীলীগ জনগণের রাজনীতি করছে, ভোটের রাজনীতি করছে—শিল্পমন্ত্রী

আওয়ামীলীগ জনগণের রাজনীতি করছে, ভোটের রাজনীতি করছে—শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আওয়ামীলীগ জনগণের রাজনীতি করছে, ভোটের রাজনীতি করছে, হত্যার মাধ্যমে নয়। আজ শনিবার সন্ধ্যায় নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। নরসিংদী শহর আওয়ামী লীগের আয়োজনে নরসিংদী পৌরসভার জনপ্রিয় মেয়র লোকমান হোসেন এর ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। শিল্প মন্ত্রী তার বক্তব্যে বলেন রাজনীতি যেদিন থেকে জন্ম ষড়যন্ত্রও সেদিন থেকে জন্ম। বিভিন্ন সময় প্রাসাদ ষড়যন্ত্র থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র করে সুস্থ রাজনীতিতে বাধা প্রদান করা হয়েছে।

সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আওয়ামী লীগ জনগণের ও উন্নয়নের রাজনীতি করেই আজকে এ অবস্থানে এসেছে। আগামীতেও আমরা ষড়যন্ত্র মোকাবিলা করব। কোন হত্যার মাধ্যমে নয়। হত্যা কোন দিন কোন রাজনৈতিক সমাধান আনতে পারেনা। এটা প্রমানিত হয়েছে, বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তাই। তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি। লোকমানের খুনিরা যে ভেবেছিল তাও ভুল প্রমাণিত হয়েছে এই জনতাই তার প্রমান। লক্ষ লক্ষ লোক এখনও তাকে ভালবাসে। এছাড়া লোকমান হোসেন এর স্মরণ সভায় অংশগ্রহণ না করার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই সাথে অংশগ্রহণ না করার কারন জানতে চেয়েছেন।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, জেলার শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী -গাজীপুরের মহিলা সংসদ সদস্য ও লোকমান হোসেনের সহধর্মীণি তামান্না নুসরাত বুবলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়া,  বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীক লীগ,কৃষক লীগ, মহিলা লীগের নেতা-কর্মীগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD