নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে বিএনপির অংগসংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেন এ গনহত্যা আমাদের কাম্য নয়, আমরা এই হত্যাজগ্যের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমরা এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি ।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মনজুর এলাহি,সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি, গোলাম কবির কামাল, যুগ্ন আহবায়ক জেলা কমিটি বিএনপি, সভাপতি নরসিংদী শহর বিএনপি, এ্যাডভোকেট বাছেদ ভূইয়া, সহ সভাপতি, নরসিংদী জে লা বিএনপি,
এড উম্মে সালমা মায়া সভাপতি নরসিংদী জেলা মহিলদল সানজিদা আক্তার রুমা সহসভাপতি নরসিংদী জেলা মহিলাদল, শহর সভাপতি ফাতিমা ইয়াছমিন, সাধারণ সম্পাদক পারভীন হোসেন, তাহমিনা আক্তার নেভী শিক্ষা বিষয়ক সম্পাদক জেলা মহিলাদল, মমতাজ সরকার শিবপুর উপজেলা সভাপতি, মমতাজ বেগৃম সদস্য শহর মহিলা দল,রোকেয়া বেগম সদস্য শহর মহিলা দল এছারাও বিএনপির বিভিন্ন বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।