নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনজুর এলাহি । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়া । সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আহাম্মেদ স্বপ্না । নরসিংদী জেলা উপজেলা ও পৌরসভার থেকে নেতা কর্মীরা যোগ দান করেন উক্ত অনুষ্ঠানে । আলোচনা শেষে র্যালি টি ভেলানগর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয় । কেক কাটার মধ্য দিয়ে সভা সমাপ্তি করা হয় ।।