নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর সিনিয়র জজ আদালতে ৭ জন মৃত্যু ব্যক্তি বাদি হয়ে দেওয়ানি মামলা দায়ের করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। “দেওয়ানি মামলা নং-৪৩/২৫” নিয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) নরসিংদী আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মামলার এক পক্ষ মিনহাজুল রহমান ভূঁইয়া রাজুর আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল সরকার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিপক্ষের আইনজীবী কামরুল হাসান খন্দকার বাদী হেকিম ও আব্দুস সামাদ গং সহ মোট ৩৪ জনের পক্ষে মামলা পরিচালনা করছেন। তবে অনলাইনে অনুসন্ধানে দেখা যায়, তাদের মধ্যে আব্দুল হেকিম ও সামাদসহ সাতজন দীর্ঘদিন আগে মারা গেছেন।
অ্যাডভোকেট ফয়সাল অভিযোগ করেন, মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে আদালতে মামলা করা হয়েছে, যা আইন ও নৈতিকতার পরিপন্থী। শুধু তাই নয়, আব্দুল হেকিম ও সামাদের ওয়ারিশরা সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মকর্তাদের মারধরের সঙ্গেও জড়িত ছিল।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন—“মৃত ব্যক্তি কীভাবে আদালতে মামলা করতে পারে?”
বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। এ নিয়ে আইনজীবী মহলসহ সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।