শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ
মাধবদীতে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মা ও ছোট ভাইকে মারধর

মাধবদীতে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মা ও ছোট ভাইকে মারধর

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার মাধবদী থানার ছোট রামচন্দ্রদী (বিবিরকান্দী পূর্বপাড়া) গ্রামে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মা ও ছোট ভাইকে মারধর করে বাড়ী থেকে বের করে দিয়েছে বড় ভাই মোক্তার হোসেন। এ বিষয়ে মা বাদী হয়ে নরসিংদী আদালতে একটি মামলা দায়ের করেছে, যাহার নং- নরসিংদী সি.আর মামলা নং- ৮৫৯/২১। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিরিকান্দী গ্রামের মৃত তারা মিয়ার স্ত্রী ও ছোট ছেলে গোলজার হোসেন (৩৫) এর সাথে বড় ভাই মোক্তার হোসেন এর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২৬/১১/২০২১ইং তারিখে মোক্তার হোসেন তার শশুর বাড়ীর আত্মীয় মোজাম্মেল, ওয়েছকরনী, বেলায়েত ও শব্দরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ও আত্মীয়-স্বজন ভাড়া করে নিয়ে এসে মা ও ছোট ভাইয়ের উপর হামলা চালায়। হামলায় মা, ছোটভাই গোলজার, ম্যানেজার আলামিন, ভাগিনা দেলোয়ার ও সুরাইয়া বেগম আহত হয়। মোক্তার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার মায়ের ঘরের আসবাবপত্র সকল কিছু ভেঙ্গে ঘুরিয়ে দেয় এবং ছোট ভাই গোলজারের বসত ভিটার আসবাবপত্র ভেঙ্গে ঘুরিয়ে দেয়। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। মোক্তার হোসেন ও তার সন্ত্রাসীদের ভয়ে মা ও ছোট ভাই গোলজার হোসেন বর্তমানে বাড়ীতে আসতে পারছে না। গ্রাম ছেড়ে অন্যত্র জীবন যাপান করছে। এ বিষয়ে গোলজার হোসেন এর মা প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD