নিজস্ব প্রতিবেদক :
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শিবপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল রহিম।