নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী সদর থানার শিলমান্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুব দলের কমিটি গঠন ও ফরম বিতরণ অনুষ্ঠান ১৫ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার যুবদলের আহব্বায়ক হুমায়ন কবির রাসেল । অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিলমান্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শামীম ইসলাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলমান্দী ইউনিয়ন যুবদল সভাপতি হুমায়ন মিয়া এসময় আর উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃ তানভির হোসেন,০ যুগ্ম আহব্বায়ক মোঃ কাওসার এবং শিলমান্দী ইউনিয়ন যুব দলের সদস্য মোঃসাদ্দাম সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হোমায়ুন কবির রাশেদ তাঁর বক্তব্যে বলেন, “তরুণরাই আগামী দিনের শক্তি। যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় কমিটি গঠন অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের মাঝে ফর্ম বিতরণ করা হয় এবং দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় ।