নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মানবতার প্রতীক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী সাহেবের রোগমুক্তি কামনায় আয়োজিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।
আয়োজনে অংশ নেন আয়ুবপুর বি এন পি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়ুবপুর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার বিকেলে তৃষা বাজার এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপদেষ্টা হুমায়ুন কবির পারভেজ, সাংবাদিক আবুল ফয়েজ বাচ্চু, শিবপুর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ লাল মিয়া, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন মাস্টার, আয়ুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার হোসেন ভূঁইয়া, শিবপুর উপজেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন খান, মনজুর এলাহী সাহেবের বন্ধু আবু তাহের মৃধা বাবুল, এবং আয়ুবপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মামুন মিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন,
মনজুর এলাহী সাহেব সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা নরসিংদীবাসীর প্রত্যাশা।
পরিশেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা মনজুর এলাহী সাহেবের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেছে ইয়ামিন, এম আর, মাজহারুল, দেলুয়ার, সজীব, অপি, ইয়ান।