নিজস্ব প্রতিবেদক: নরসিংদী পৌর শহরে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। ৩০ অক্টোবর বৃহস্পতিবার পৌরসহরের প্রধান প্রধান সড়কে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়। ছাত্রদল সাবেক সদস্য সচিব মাইনঊদ্দিন ভূঁইয়া হাজারো প্রতিকূলতার মাঝে দলের দুঃসময়ে নরসিংদী ও ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। লিফলেট বিতরণ কালে তিনি সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেছে। সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছে। লিফলেট বিতরণ কালে জেলার ও সকল উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ সাথে ছিল।