নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব শিগগিরই সেনা পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশলাইনসে জেলা পুলিশের অস্ত্রাগার, হাসপাতাল, রেশন স্টোরসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“পূর্বে যেখানে টেঁটার ব্যবহার ছিল এখন সেখানে আধুনিক আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে। যেহেতু নরসিংদীর কিছু এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আড্ডা বেশি তাই যৌথ বাহিনীর কম্বিং অপারেশনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যেই কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশের মনোবল বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের চিন্তার সঙ্গে তিনিও একমত। একইসঙ্গে পুলিশের প্রশিক্ষণের মান আরও উন্নত করার তাগিদ দেন তিনি।
পরিদর্শন শেষে তিনি জেলা কারাগার ঘুরে দেখেন এবং বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেয় ।