নরসিংদী সরকারি কলেজের সাবেক দুই বারের সফল ভিপি নাজিমুল আহসান ভুঁইয়া চঞ্চল-এর মমতাময়ী মা ও বাবার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ মার্চ বিকেলে নরসিংদীর ব্রাহ্মন্দীস্থ নতুন বাজার জামে মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে মরহুমার পুত্র নাজিমুল আহসান ভুঁইয়া চঞ্চল আগত সকল মুসল্লিদের কৃতজ্ঞতা জানিয়ে তার মা-বাবা সহ জিয়া পরিবার ও বাংলাদেশ এবং বিশ্বের সকল নির্যাতিত মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিন এর দরবারে দোয়া কামনা করেন।
দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।